বিশ্বের স্বনামধন্য টু-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি রবিবার বাংলাদেশে নতুন টিভিএস ম্যাক্স ১২৫ চালু করার ঘোষণা দিয়েছে মোটরসাইকেলটিতে এই সেগমেন্টের গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। নতুন এই স্টাইলিশ ও নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান গ্রাহকবৃন্দের চাহিদা পূরণ করবে। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন- টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড অভিজিৎ দে, চীফ ফিন্যান্সিয়াল অফিসার অমর নাথ মজুমদার, জিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুর রহমান-সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন সংস্করণের এই টিভিএস ম্যাক্স ১২৫-এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। টিভিএস ম্যাক্স ইতোমধ্যে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি সাশ্রয়, নান্দনিক স্টাইল, স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের জন্য মোটরসাইকেল প্রেমীদের মাঝে সুপরিচিত।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসাইন বলেন, ‘আমরা আমাদের পণ্যতালিকায় নতুন এই টিভিএস ম্যাক্স মোটরসাইকেল যুক্ত করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে বাজারজাত করা নতুন এই ১২৫ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়, পার্ফরমেন্স, দীর্ঘস্থায়িত্ব এবং সুযোগ-সুবিধার বিচারে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।’

নতুন টিভিএস ম্যাক্স ১২৫-এ যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। ১২৪.৫৩ সিসি’র ইকোথ্রাস্ট ফোর-স্ট্রোক ইঞ্জিনসমৃদ্ধ স্টাইলিশ মোটরসাইকেল টিভিএস ম্যাক্স ১২৫ বাইকটি ৮০০০ rmp-এ ১১ BHP শক্তি এবং ৫৫০০ rmp-এ ১০.৮ Nm টর্ক্ উৎপাদন করতে সক্ষম। ফ্রন্ট ডিস্ক ব্রেকযুক্ত ম্যাক্স ১২৫ এর রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট এবং সিরিজ স্প্রিং রেয়ার সাসপেনশন। এই মোটরসাইকেলটির রয়েছে সিটের নিচে নিরাপদ স্টোরেজ স্পেস, ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেয়ার সুবিধা। বিশেষভাবে ডিজাইন করা টেক্সচার এবং গ্রাফিক্সগুলো এর ¯পোর্টি ও শক্তিশালী ডিজাইনের অবিচ্ছেদ্য অংশ।

নতুন টিভিএস ম্যাক্স ১২৫ দেশজুড়ে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সকল শোরুমে মোজাইক গ্রীন এবং মাউন্ট ব্লু রঙ-এ পাওয়া যাবে। মোজাইক গ্রীন রঙটি বিশেষভাবে বাংলাদেশের সবুজ রঙ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৯৯৯ টাকা। মোটরসাইকেটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন : https://tvsabl.com/listings/max-125/